খেলাধুলা ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১২ শিরোপা, গত পাঁচ বছরে তিনটি। ইউরোপ-সেরার লড়াইটা যে রিয়ালের অস্তিত্বের অংশ, সেটাই জানিয়েছেন জিনেদিন জিদান।
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১২ শিরোপা, গত পাঁচ বছরে তিনটি। ইউরোপ-সেরার এই লড়াইকে যদি রিয়াল মাদ্রিদ একান্ত নিজেদের বলে দাবি করে বসে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি গতকাল বায়ার্ন মিউনিখকে হারিয়ে উঠে গেছে তেরোতম শিরোপার খুব কাছে। কোচ জিনেদিন জিদান টুর্নামেন্টটিকে ‘নিজেদের’ বলে দাবি না করলেও বলেছেন, এটি রিয়াল মাদ্রিদের ডিএনএর মধ্যেই আছে।
এবারের লা লিগা মৌসুমটা একেবারেই ভালো কাটেনি। ইতিমধ্যেই রিয়ালের নাকের ডগা দিয়ে শিরোপাটা নিজেদের করে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তাও চার ম্যাচ হাতে রেখে। পয়েন্টের ব্যবধানও বিস্তর। বার্সার পয়েন্ট যেখানে ৮৬, সেখানে তৃতীয় স্থানে থাকা রিয়ালের ৭১। ব্যাপারটা রিয়াল সমর্থকদের জন্য পীড়াদায়ক হলেও কোচ জিদান মনে করেন লা লিগার তুলনায় চ্যাম্পিয়নস লিগে সব সময়ই অন্য এক রিয়ালকে দেখা যায়। ইউরোপ-সেরার লড়াই সব সময়ই রিয়াল ফুটবলারদের সেরাটা বের করে আনে, ‘চ্যাম্পিয়নস লিগ তো রিয়ালের ডিএনএতেই আছে। আমরা কখনোই হাল ছাড়ি না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাই। আজ রাতে (পড়ুন গতরাতে) বায়ার্নের বিপক্ষে আমরা যা করেছি, যেভাবে খেলেছি, চ্যাম্পিয়নস লিগে সেভাবেই আমরা খেলি।’
কাল করিম বেনজেমার দুটি গোল বাঁচিয়েছে রিয়ালকে। অথচ, এই ফরাসি তারকাই মিউনিখের প্রথম লেগে প্রথম একাদশে ছিলেন না। গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর ওপর আস্থা রেখেছিলেন জিদান। ব্যাপারটা আর কিছুই নয়, তাঁর কাছে মনে হয়েছে কঠোর পরিশ্রমী বেনজেমার এটি প্রাপ্যই ছিল, ‘গোল তাঁর প্রাপ্য। সে কঠোর পরিশ্রমী। তা ছাড়া সে সব সময়ই দলের জন্য নিজের সামর্থ্যের পুরোটা ঢেলে দেয়। সে আমাদের দলের জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
Leave a Reply