চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৫ দিনব্যাপী মেয়েদের বিভিন্ন ধরনের সেলাই বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার নতুন বাজারে সংগঠনের কার্যালয়ে তরফ মহিলার সংস্থার সহযোগিতায় ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীনের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক নাজিরা আক্তার পপির সঞ্চালনায় এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা ভাইসচেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামসু, এসএমই ফাউন্ডেশনের নির্বাহী কিমিয়া ফেরদৌসী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, নির্বাহী সদস্য শাহাজাহান জলি ও হারুনুর রশিদ এবং শিক্ষার্থী বৃন্দ।
প্রশিক্ষণে প্রথম দিনে ১টি ব্যাগ, খাতা-কলম ও শিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেয়া হয়েছে।
Leave a Reply