মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আঃ গণির পুত্র বৃদ্ধা আব্দুল হান্নান তরফদার (৯০) ও তার স্ত্রী লুৎফুন্নেছা বেগম (৭০), শিক্ষক ফজল মিয়া তরফদারের স্ত্রী আলেয়া বেগম (৩৮), ফজল মিয়া তরফদারের মেয়ে চুনারুঘাট সরকারি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী ফায়েজা তরফদার (১৭) সহ একই পরিবারের ০৪ জনকে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের আব্দুল হান্নানের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহতদের আত্মচিৎকারে স্থানীয় আশপাশের লোকজন ০৪ জনকে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বৃদ্ধা আব্দুল হান্নান ও তার স্ত্রী লুৎফুন্নেছা বেগম জানান, দীর্ঘদিন যাবত ধরে জমি-জমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়া বিরোধ চলে আসছিল এলাকার প্রভাবশালী আবদাল গংদের সাথে। এরই জের ধরে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আব্দুল হান্নান তরফদার বাড়ি থেকে বের হয়ে পূর্ব দিকে রাস্তায় যাওয়া মাত্রই এলাকার প্রভাবশালী মৃত ফুল মিয়ার পুত্র আবদাল মিয়া বৃদ্ধা আব্দুল হান্নানকে পথরোধ করিয়া উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। এসময় আব্দুল হান্নান গালিগালাজের প্রতিবাদ করামাত্রই আবদাল মিয়া বৃদ্ধা আব্দুল হান্নানকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। আব্দুল হান্নানের শোর চিৎকারে তাহার স্ত্রী লুৎফুন্নেছা আগাইয়া আসিলে তাকেও পিটিয়ে আহত করে। শিক্ষক ফজল মিয়ার মেয়ে কলেজ ছাত্রী ফায়েজা আক্তারের নাকে বাইরাইয়া রক্তাক্ত জখম করে। আবদাল মিয়া সহ তার স্ত্রী শুকতারা বেগম তাদের দলবল নিয়ে শিক্ষক ফজল মিয়া ও তার পরিবারের উপর হামলা চালিয়ে একই পরিবারের ০৪ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ব্যাপারে আঃ হান্নানের পুত্র রানীগাঁও মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক ফজল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় ৪/৫ জনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়াছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুনারুঘাট থানায় কোন মামলা হয়নি। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল করেছে।
Leave a Reply