চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে পিকলের আঘাতে আঃ সোবাহান ওরফে আবু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১ জুন শুক্রবার বিকাল ৩টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাও গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ মহিলা সহ ৩ জন কে আটক করেছেন। নিহত আঃ সোবাহান ওরফে আবু মিয়ার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া , দেওলগাও গ্রামের মৃত রশীদ মিয়া গণ এর পুত্র কালাম মিয়া গণ ও ইছাকুটা গ্রামের মৃত আকছির মিয়ার পুত্র আরোদ মিয়া সহ একই গ্রামের সিজু মিয়ার পুত্র সুমন মিয়ার সাথে আঃ সোবাহান ওরফে আবু মিয়ার অনেকদিন যাবত পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকাল ৩ টায় কালাম মিয়া গণ, আরোদ মিয়া ও সুমন মিয়া আঃ সোবাহান ওরফে আবু মিয়ার বাড়িতে এসে সংঘর্ষে জরিয়ে পরলে তাদের হাতে থাকা পিকলের আঘাতে আঃ সোবাহান ওরফে আবু মিয়া গুরুতর রক্তাক্ত জখম হন। তাৎক্ষনিক স্হানীয় লোকজন আঃ সোবাহান ওরফে আবু মিয়া কে চুনারুঘাট সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক আঃ সোবাহান ওরফে আবু মিয়া কে মৃত ঘোষণা করেছেন। নিহত আঃ সোবাহান ওরফে আবু মিয়া ওই গ্রামের মৃত সৈয়দ উল্লার পুত্র। এব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান সত্যতা স্বিকার করে জানিয়েছেন, আমরা এক মহিলা ও দু’জন ব্যক্তি কে আটক করেছি। এবং নিহত আঃ সোবাহান ওরফে আবু মিয়ার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় চুনারুঘাট থানায় মামলার রুজু হয়েছে। এ রিপোর্ট লেখা আগ পর্যন্ত আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply