চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া বড়বাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র সবুজ মিয়ার দায়ের কোপে বড় ভাই বকুল মিয়া (৫৫) ও তার স্ত্রী ছুকেরা খাতুন (৪০) দ্বয় গুরুতর আহত হয়েছে। আহতদের আত্ম চিৎকারে স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ঝুড়িয়া বড়বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত বকুল মিয়া ও ছুকেরা খাতুন জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে বাড়িতে গৃহস্থালি কাজ করাবস্থায় পূর্ব বিরোধের জের ধরে বকুল মিয়ার সাথে তার ছোট ভাই সবুজ মিয়া কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র দা এনে বড় ভাই বকুল মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় বকুল মিয়ার স্ত্রী ছুকেরা খাতুন বাধা দিলে সবুজ মিয়া দা দিয়ে কুপিয়ে ছুকেরা খাতুনের দুই হাতে ও দুই পায়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রায় ১ ঘন্টা পর সবুজ মিয়া তার ভাই ফজলু মিয়া, সুমন মিয়া ও কাজল মিয়াদেরকে নিয়ে চুনারুঘাট হাসপাতালের সামনে এসে উত্তেজিত হয়ে বকুল মিয়া ও তার স্ত্রী ছুকেরাকে প্রাণনাশের হুমকি ধামকি দিলে হাসপাতালের স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে সংবাদ দিলে চুনারুঘাট থানার এ.এস.আই হারুন ও রবিউল সবুজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে আহত বকুল মিয়া ও তার স্ত্রী ছুকেরা খাতুন সবুজ মিয়া সহ ৪ জনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। উল্লেখ্য যে, সবুজ মিয়া তার বড় ভাই বকুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকাল ৮টার দিকে বকুল মিয়ার নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে।
Leave a Reply