সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
চুনারুঘাটে গৃহবধূকে ধর্ষণ, আটক ১

চুনারুঘাটে গৃহবধূকে ধর্ষণ, আটক ১

চুনারুঘাটে গৃহবধূকে ধর্ষণ, আটক ১
চুনারুঘাটে গৃহবধূকে ধর্ষণ, আটক ১

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক যুবক।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে ধর্ষিতার মা চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম ও এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও গ্রামে অভিযান চালিয়ে গৃহবধুকে ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফ (২২) কে গ্রেফতার করে।

সে উপজেলার বাগিয়ারগাঁও গ্রামের মদরিছ মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাত অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর গ্রামের প্রবাসীর স্ত্রী (২০) এর বসত ঘরে ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফ যায়। এ সময় জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে গৃহবধুকে পান করায়। এক পর্যায়ে গৃহবধু অচেতন হয়ে পড়লে আরিফুল ইসলাম আরিফ তাকে ধর্ষণ এবং ধর্ষণের ছবি মোবাইলে ধারণ করে।

ধর্ষণের ঘটনার ১০দিন পর পুনরায় ধর্ষণকারী আরিফ গৃহবধুর বাড়িতে গিয়ে তার মোবাইলে ধারণকৃত অশ্লীল ছবি দেখিয়ে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে আবারো ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ অক্টোবর রাত অনুমান ১১টার দিকে ওই ধর্ষণকারী গৃহবধুর ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে গৃহবধুর মা বাদী হয়ে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-৩) এর ৯(১) ধারা তৎসহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮ (২)/ ৮(৩) ধারায় একটি মামলা দায়ের করেন। ধর্ষিতার মেডিকেল পরীক্ষা মঙ্গলবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সম্পন্ন হয়েছে। এদিকে পুলিশ ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com