চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ কোনওভাবেই পিঁয়াজের দামে লাগাম পরানো যাচ্ছে না। বাইরের দেশ থেকে পিঁয়াজ এনেও লাভ হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জে আবারও পিঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫০টাকা দরে। একদিনের ব্যবদানে একলাফে পিঁয়াজের দাম বেড়েছে প্রতিকেজিতে ১১০টাকা।
গতকাল সোমবারও চাঁপাইনবাবগঞ্জের বাজারে পিঁয়াজের দাম ছিল ১৪০টাকা কেজি। কিন্তু হঠাৎ করে আজ মঙ্গলবার পিঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৫০টাকা কেজি দরে।
পিয়াজ নিয়ে কারসাজির অভিযোগে শুল্ক গোয়েন্দা বিভাগ চাঁপাইনবাবগঞ্জের যে কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের ডাকার পর থেকেই পিঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে।
বর্তমান পরিস্থিতিতে টিসিবি চাঁপাইনবাবগঞ্জে পিঁয়াজ বিক্রি শুরু না করলে দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই।
Leave a Reply