লোকালয় ডেস্কঃ পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষনেতা ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, আমি জানি না, আমি কিছুই জানি না। আমি এটা নিয়ে কিছুই বলব না।
রোববার সচিবালয়ে নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা পরিবহন ধর্মঘট সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি এমন মন্তব্য করেন।
আপনি শ্রমিকদের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেও তিনি কোনো উত্তর দেননি। বরং তিনি দ্রুত সাংবাদিকদের এড়িয়ে যান।
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে রোববার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে সকাল থেকে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। কোনো যানবাহন চলতে দিচ্ছে না শ্রমিকরা। এ থেকে রেহাই পাইনি সচিবালয়, এমনকি প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িও। প্রাইভেট গাড়ি নিয়ে যারা রাস্তায় বের হয়েছেন শ্রমিকরা তাদের মুখে পোড়া মবিল দিয়ে দিচ্ছেন।
শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে মোটরসাইকেল থেকে ড্রাইভার ছাড়া যাত্রীদের জোর করে নামিয়ে দিচ্ছেন। ফলে উবার, পাঠাওসহ বেশকিছু রাইড শেয়ারিংও করতে পারছেন না সাধারণ যাত্রীরা। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে জিম্মি হয়ে পড়েছে মানুষ।
Leave a Reply