টঙ্গীর তুরাগ নদের তীরে ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা। চলছে ময়দান প্রস্তুতির কাজ। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা ময়দানে দায়িত্বপ্রাপ্ত মুরব্বী মাহফুজুল হান্নান।
এদিকে, নিরাপত্তার প্রস্তুতিও চলছে সমানতালে। ইজতেমায় আসা মুসল্লি এবং সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশের প্রায় আট হাজার সদস্য মোতায়েন থাকবে। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ইজতেমার সাথে সংশ্লিষ্ট সকল বিভাগ সুন্দরভাবেই প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানালেন গাজীপুরের জেলা প্রশাসক।
প্রথম পর্বে ১২ জানুয়ারি ও দ্বিতীয় পর্বে ১৯ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।
Leave a Reply