লোকালয় ডেস্ক: গ্যাসের দাম বাড়ানোর ‘বেআইনি’ প্রস্তাব সরকার বাস্তবায়ন করলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে বিএনপি।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সাধারণ মানুষের পেটে ছুরি মারতে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। শুধুমাত্র লুটপাটের জন্য গ্যাসের মূল্য শতকরা ১০৩ ভাগ বৃদ্ধি করা হচ্ছে, যা বেআইনি ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সরকারকে অবিলম্বে গণবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে দূরে সরে আসতে হবে। অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
গত ১০ বছরে গ্যাসের দাম ছয়বার বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসের মূল্যহার বাড়ানোর সরকারের সর্বশেষ পদক্ষেপ অযৌক্তিক। কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল রয়েছে।
রিজভী বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির মাশুল সাধারণ মানুষকে দিতে হবে। ‘গ্যাসের দাম বাড়ালে কারখানার বিকাশ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। এমনিতে সারাদেশে ঘরে ঘরে বেকারের সংখ্যা বেড়েছে, গ্যাসের দাম বাড়ার ফলে ঘরে ঘরে বেকারের কারখানা তৈরি হবে।’
‘গ্যাসের দাম বাড়িয়ে সরকার বিদ্যুতে বাড়তি দাম ওঠাবে। পরিবহন ব্যবসায়ীরা বাড়াবেন ভাড়া। সব মিলিয়ে বাড়বে জীবনযাত্রার ব্যয়,’ যোগ করেন তিনি।
বিএনপির এ নেতা সংবাদ সম্মেলনে তাদের দলীয় প্রধান খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার কারামুক্তির দাবিও পুনরায় তুলে ধরেন।
Leave a Reply