লোকালয় ডেস্কঃ গাজীপুরের গহীন জঙ্গল, রাজধানীর উত্তরা, মিরপুরসহ বেশ কয়েকটি স্থানে টানা দেড় মাস চলেছে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং।
এর ছবির অভিনয় শিল্পীরা ছাড়াও পুলিশ, বোমা নিষ্ক্রিয় দল ও বিশেষ বাহিনীর সদস্যরাও বিশাল এই ইউনিটে কাজ করছেন। শুটিংয়ে কখনও হয়েছে বোমা বিস্ফোরণ, কখনও গুলি বর্ষণের মতো ঘটনাও। কিন্তু ঘুণাক্ষরেও মিডিয়াসহ কেউ-ই টের পাননি পুরো শুটিং যজ্ঞ।
কারণ সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এ ছবিটির কাজ হয়েছে কঠোর গোপনীয়তায়।
শুটিংয়ের ভিডিও বা ছবি তো দূরের কথা এর শিল্পীদের পোশাকের ধরন প্রকাশ করতেও দেয়নি টিম। আর এভাবেই বাংলাদেশ অংশের পুরো দৃশ্যধারণ শেষ করেছে পুরো ইউনিট।
বিষয়টি জানালেন এর পরিচালক সানী সানোয়ার। বললেন, ‘আমরা টানা শুটিং করেছি। আমাদের লক্ষ্য ছিল, এপ্রিলের মধ্যে ছবির দৃশ্যধারণ শেষ করা। সেই অনুযায়ী কাজ হয়েছে। আর একটু শুটিং বাকি। সেটি হবে দেশের বাইরে। মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে এটি হবে। ছবির সর্বশেষ অবস্থা জানাতে আমরা আগামীকাল (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেখানে সব তুলে ধরা হবে।’
দৃশ্যধারণে গোপনীয়তা প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ এ কর্মকর্তা আরও বলেন, ‘চলচ্চিত্রটিতে আমরা অনেক ঝুঁকি নিয়েছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এতে যুক্ত। আবার বেশ বড় পরিসরে আমাদের কাজ করতে হয়েছে। পুরো কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে করতে চেয়েছি। কারণ এতে টিম স্পিরিটটা থাকে। তাই আমাদের মনোযোগ রাখতে চেয়েছি শুটিংয়ে। আমাদের পরিকল্পনা ছিল, শুটিং শেষ করার পর অন্যদিকে মনোযোগ দেওয়া। এছাড়া পোস্টারের মাধ্যমে এর লুকগুলো প্রকাশ করতে চাই। তাই এতদিন এর কোনও ফুটেজ বা ছবি প্রকাশ করা হয়নি।’
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও আছেন সাদিয়া আন্দালিব নাবিলা, তাসকিন রহমান, এবিএম সুমন, শামস সুমন, মাজনুন মিজান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
শুভ বলেন, ‘ছবিটির জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছি। চাইছি যতটা সম্ভব পারফেক্ট কাজ করতে। দর্শকরা দেখলেই সেটি বুঝতে পারবেন।’
‘ঢাকা অ্যাটাক’-এর পর বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। যৌথ পরিচালক হিসেবে আছেন ফয়সাল আহমেদ।
Leave a Reply