গুলশান দুই নম্বরের ৩ নম্বর সড়কে ‘মিরাজ রেস্টুরেন্টে’ রোববার রাতে এই অভিযানে আট লাখ টাকা জারিমানা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান।
তিনি বলেন, রেস্টুরেন্টের আড়ালে অবৈধভাবে সীসা বার চালিয়ে আসছিল তারা।
রাত সাড়ে ৮টার দিকে অভিযানকালে সেখান থেকে ৫০টি পাইপ, ২৮টি হুক্কা এবং বেশ কিছু রাসায়নিক জব্দ করা হয়। রেস্টুরেন্ট বা সীসা বার কোনোটির বৈধ কাগজ দেখাতে পারেনি মালিকপক্ষ।
রেস্তোরাঁয় পচা-বাসী খাবার পাওয়া যায় জানিয়ে মশিউর রহমান বলেন, খাবারগুলো রাখা হয়েছিল অস্বাস্থ্যকর পরিবেশে।
“অবৈধভাবে ব্যবসা করার এবং পচা-বাসী খাবার রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।”
এই টাকা না দিলে রেস্টুরেন্টের ম্যানেজার জাহিদুল হাসান (৩৫) ও কোষাধ্যক্ষ আবির হাসানকে (৩০) তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান ম্যাজিস্ট্রেট মশিউর।
Leave a Reply