লোকালয় ডেস্কঃ সরকার নির্ধারিত মূল্য ১০৪০ টাকা মন দরে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ও খোলাবাজারে সরকারি তত্ত্বাবধানে ধান ক্রয়ের দাবিতে গতকাল সোমবার জেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন কৃষক, ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ, হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ। দুপুর ২টায় জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, কমরেড হুমায়ুন খান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট মুরলী ধর দাশ, এডভোকেট রনধীর দাশ, এডভোকেট কামরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply