নিজস্ব প্রতিবেদক: সরকার কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তার দল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেন তার পরিবারের সদস্যরা। তারা যে বর্ণনা দিয়েছেন, তাতে আমরা শুধু উদ্বিগ্নই নই, রীতিমতো হতবাক-বিস্মিত। গুরুতর অসুস্থ থাকার পরও সরকার বেগম জিয়ার সু-চিকিৎসার কোন ব্যবস্থা করছে না।’
ফখরুল অভিযোগ করেন, ‘বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা সাজানো মামলায় কারাভোগ করতে হচ্ছে। চিকিৎসার ব্যবস্থা না করে সাবেক এই প্রধানমন্ত্রীকে হত্যা করার হীন প্রচেষ্টা চালাচ্ছে সরকার।’ এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা এবং সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানাবেন বলে জানান।
বৃহস্পতিবার বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসা পরিবারের সদস্যদের বক্তব্য উল্লেখ করে ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার বাম হাত ও বাম পা প্রায় অবশ হয়ে আছে। অসহ্য ব্যথায় তিনি কাতর। কারাগারে তার চিকিৎসা হচ্ছে না। তিনি নিজেও আদালতে বলেছেন, আমি খুব অসুস্থ। এভাবে অসুস্থ শরীরে আদালতে আসতে পারবো না।’
দেশের সংবিধান অনুযায়ী কোনো অসুস্থ নাগরিককে সুস্থ না করে বিচারকার্য চালানো যায় না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দলীয় প্রধান মারাত্মকভাবে অসুস্থ। অল্প সময়ের মধ্যে তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেয়া জীবন রক্ষার জন্য অতিপ্রয়োজন। আমরা তার বেঁচে থাকা নিয়ে সংশয়ে আছি।’
বিএনপি মহাসচিব বলেন, সরকার খালেদা জিয়াকে পরিত্যক্ত নির্জন কারাগারে আবদ্ধ করে রেখেছে। দেশনেত্রীকে রাজনীতি এবং আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার পরিকল্পনা করছে। মূলত একতরফাভাবে নির্বাচনে নিজেদের নির্বাচিত ঘোষণা করার নীলনকশা নিয়েই এগিয়ে যাচ্ছে সরকার।’ খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply