সংবাদ শিরোনাম :
করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো ভারত

করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো ভারত

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো ভারত । শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাএ আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২১৫ জন। যা চীনের করোনায় আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৬৪৯ জন। সুস্থ হয়েছেন ২৭,০০০ এরও বেশি মানুষ। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যায় ভারত এখন বিশ্বের একাদশ স্থানে রয়েছে।

বিশ্বজুড়ে, ৪৪ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেই কেবল এই আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশ ঘটনার রিপোর্ট মিলেছে। এটি এখনও পর্যন্ত সর্বোচ্চ। মারাত্মক এই শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ৩ লাখেরও বেশি মানুষ মারা গেছেন। রাশিয়া, যুক্তরাজ্য এবং স্পেন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। প্রতিটি স্থানেই দুই লাখের বেশি মানুষ আক্রান্ত।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪,৬৩৩ জন । তবে সেরে উঠেছেন ৭৮,০০০ এরও বেশি মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com