লোকালয় ডেস্ক- শেষ পর্যন্ত ভাই জিএম কাদেরের উপরই ভরসা রাখলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তাঁর অনুপস্থিতে জাতীয় পার্টির সকল দায়-দায়িত্ব ভাই জিএম কাদেরকেই দিতে চান জাপা চেয়ারম্যান।
আর একারণেই পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েও পুনরায় আবার তাঁকে পুর্নবহাল করলেন এরশাদ। ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদেরের নাম ঘোষণা করেন এরশাদ।
পার্টির গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক ‘সাংগঠনিক নির্দেশে’ উল্লেখ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে জাতীয় সংসদে জিএম কাদেরকে কোন পদে রাখা হয়নি।
২২ মার্চ জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন এরশাদ। পরে সংসদে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও সরিয়ে দেয়া হয় তাকে। ১৩ দিনের মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন এরশাদ। এর আগে বুধবার রংপুর বিভাগের নেতারা জিএম কাদেরকে পুনর্বহালে এরশাদকে ৫ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।
Leave a Reply