দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসের প্রেক্ষাপটে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ‘অপব্যাখ্যা’ দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
১৯৮২ সালে অবৈধভাবে ক্ষমতা দখলের পর গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ডিসেম্বর পদত্যাগে বাধ্য হওয়া এরশাদ নিজেও তাকে ‘স্বৈরাচার’ বলায় বিভিন্ন সময় খেদ প্রকাশ, প্রশ্ন তুলেছেন।
জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালে আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা নিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ, যা অবৈধ ছিল বলে পরে আদালতের রায় এসেছে।
ক্ষমতা নেওয়ার পর সংবিধান নিয়ে যথেচ্ছচার করেন এরশাদ, দেশ পরিচালনাও করেন তার ইচ্ছা অনুযায়ী; বিক্ষোভ দমন করেন গুলি দিয়ে। ছাত্র-জনতার দাবি উপেক্ষা করে ক্ষমতায় বসে থাকার জন্য ‘বিশ্ববেহায়া’ কথাটিও শুনতে হয়েছিল তাকে।
বিভিন্ন দলের নেতাদের ভাগিয়ে জাতীয় পার্টি গড়েন এরশাদ; এই দলটি ছেড়ে যাওয়া অনেকে পরে দল পরিচালনায় এরশাদের স্বেচ্ছাচারী আচরণের কথা বলেছিলেন।
১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন।
এরশাদবিরোধী আন্দোলনের সেই দিনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’- স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন তিনি।
নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন।
তাদের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। তারপর থেকে প্রতিবছর ১০ নভেম্বর নূর হোসেন দিবস হিসেবে পালিত হচ্ছে। আর জিরো পয়েন্টের নামকরণ হয়েছে নূর হোসেন চত্বর।
তবে যার শাসনের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে নূর হোসেনের আত্মহুতি, সেই এরশাদই একবার নূর হোসেনের স্মৃতিস্তম্ভ না থাকায় ‘খেদ’ প্রকাশ করেছিলেন। বিভিন্ন সময় নূর হোসেনের পরিবারের খোঁজ-খবরও নিয়েছেন বলে দাবি করেছিলেন এরশাদ।
নূর হোসেনের মৃত্যুর দায় অস্বীকার করে আসা জাতীয় পার্টি ১০ নভেম্বর দিনটিকে অবশ্য ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করছে।
দলটি দাবি করে আসছে, ১৯৮৭ সালের এদিনে এরশাদই সংসদে সেনাশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন।
শনিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদের ভাই জি এম কাদের আবারও সেই কথা বলেন।
তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখা হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো নানা সময়ে অপব্যাখ্যা দিচ্ছে। আমরা যা করি, তার উল্টোটা তুলে ধরে অবমাননাকর বক্তব্য দিয়ে যাচ্ছে। সত্য ইতিহাস তুলে ধরার জন্য আমরা এই দিবসটি পালন করি।”
এরশাদকে স্বৈরাচার আখ্যা দেওয়া রাজনীতিকদের উদ্দেশে কাদের বলেন, “তাকে স্বৈরাচার বলা একটা কৌতুক, একটি মিথ্যাচার। এটা আর হতে দেওয়া যায় না।”
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সভায় পাল্টা অভিযোগ করে বলেন, “ক্ষমতার পালাবদলে আজকে যারা দেশ পরিচালনা করছেন, তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কে নূর হোসেনের হত্যাকারী তা কেন খুঁজে বের করছেন না? ইনভেস্টিগেশন কেন করছেন না? আসামি তো আপনাদের বলয়ের মধ্যেই রয়েছে।”
এসময় তিনি নূর হোসেনকে নিয়ে রাজনীতি না করতে অনুরোধ জানিয়ে প্রতিপক্ষের উদ্দেশে বলেন, “নূর হোসেনকে নিয়ে খেলাধুলা বন্ধ করুন।”
সূচনা বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় নূর হোসেনের মৃত্যু নিয়েই প্রশ্ন তোলেন।
“নূর হোসেন আত্মাহুতি দিছে, নাকি তাকে দেওয়াইছেন? পুলিশ গুলি করছে সামনে থেকে, তাইলে তো তার বুকে লাগার কথা, কিন্তু লাগছে পিঠে। নূর হোসেনকে বানানো হয়েছিল বলির পাঠা। নূর হোসেন দিবস একটা কল্পনাবিলাসী সাজানো নাটক।”
পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা বলেন, “মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর পর এরশাদই হলেন গণতন্ত্রের মানসপুত্র।”
একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচনে যাবে বলে আগেই জানিয়েছেন এরশাদ।
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুও অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা (উত্তর) জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতী।
Leave a Reply