খেলাধুলা ডেস্কঃ জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের এবাদত হোসেন। তার ডানহাতি মিডিয়াম পেসে মাত্র ১৭৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
শুক্রবার সাভারের বিকেএসপি মাঠে জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করতে নামে। হ্যামিলটন মাসাকাদজা ও এলটন চিগুম্বুরা বাদে আর কেউ দাঁড়াতে পারেননি। এবাদত ৫ উইকেট নিয়ে তাদের গুটিয়ে দেন ৪৫.২ ওভারে।
ইনিংসের তৃতীয় ওভারে ক্রেইগ আরভিনকে (১) ফিরিয়ে এবাদত ভাঙেন ৭ রানের উদ্বোধনী জুটি। তারপর নামে ধস, যেটা থামে ৪৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর।
মাসাকাদজা ও চিগুম্বুরা একশ ছাড়ানো জুটিতে সফরকারীদের স্বস্তিতে ফেরান। তবে মোহাম্মদ সাইফউদ্দিন ৪৭ রানে চিগুম্বুরাকে ফিরিয়ে এই বাধা ভাঙেন। ১২৪ রানের এই জুটি ভাঙার পর আবার তাসের ঘর হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় তারা।
এবাদত তার নবম ওভারে টানা দুটিসহ তিনটি উইকেট নেন। ১০২ রানে মাসাকাদজাকে বোল্ড করেন এই ডানহাতি পেসার। ৯ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৫ উইকেট।
Leave a Reply