বিনোদন ডেস্কঃ খ্যাতনামা কবি তথা গীতিকার জাভেদ আখতার বলেন, ভারতে বোরকা যদি নিষিদ্ধ হয় তাহলে কোনও আপত্তি নেই। তবে বোরকার সঙ্গে ঘোমটাও নিষিদ্ধ করা উচিত।
সম্প্রতি এক অনুষ্ঠানে গীতিকার জাভেদ আখতারকে শ্রীলঙ্কার ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের পর সে দেশে বোরকা নিষিদ্ধ করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি এ দেশে বোরকা নিষিদ্ধ করার জন্য কোনও আইন আনা হয় তাতে আমার কোনও আপত্তিই নেই।
তবে রাজস্থানে শেষ দফা নির্বাচনের আগেই সরকারের উচিত দেশে ঘোমটা প্রথাও নিষিদ্ধ করা। আমি মনে করি এ দেশ থেকে ঘোমটা ও বোরকা দুটোই উঠে যাওয়া উচিত। তাহলে আমি খুশি হবো।’
এপ্রসঙ্গে জাভেদ আখতার আরও বলেন, ‘বোরকা সম্পর্কে আমার জ্ঞান খুবই স্বল্প। কারণ আমার বাড়িতে কোনও নারীই বোরকা পরে না। ইরাক রক্ষণশীল দেশ, তবে সে দেশেও নারীরা মুখ ঢেকে রাখে না। আর এখন শ্রীলঙ্কাতেও তাই।’
উল্লেখ্য সম্প্রতি, শ্রীলঙ্কার ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের পর সে দেশে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। বুধবার এ প্রসঙ্গে মোদী সরকারের কাছে শিবসেনা মুখপত্র সামনায় প্রকাশিত এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়, ‘রাবণের লঙ্কায় বোরকা নিষিদ্ধ হলে রামের ভারতে হবে না কেন? ‘
Leave a Reply