লোকালয় ডেস্কঃ এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা। প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিনে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরভবনে বিকেল ৫টায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ এতিমদের স্বাগত জানান। পরে পৌনে ছয়টায় শুরু হয় দোয়া মাহফিল। দোয়া মাহফিলে এতিম শিশুদের সুন্দর ভবিষ্যত কামনা এবং হবিগঞ্জ পৌরবাসী তথা দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। ইফতার মাহফিলে পৌরএলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পাঁচ শতাধিক এতিম শরীক হন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ, পৌরকাউন্সিলর শেখ নূর হোসেন, দীলিপ দাস, অর্পনা পালসহ হবিগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রতিবছরের মতো এবারও প্রথম রমজান এতিমদের সম্মানে অনুষ্ঠিত হওয়ার পর ২য় রমজান ইমাম ও মুয়াজ্জিনগনের সম্মানে, ৩য় রমজান সাংবাদিকগনের সম্মানে ও ৪র্থ রমজান শহরের গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
Leave a Reply