লোকালয় ডেস্ক : আসন্ন ঈদে রেলওয়ের আগাম টিকিট কিনতে যাত্রীর জাতীয় পরিচয়পত্র লাগবে। রবিবার রেলভবনে এক আলোচনা সভায় রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।
রেলমন্ত্রী বলেন, কালোবাজারি দূর করার লক্ষ্যে প্রথম আন্ত:নগর একটি ট্রেনে এনআইডি কার্ড দিয়ে টিকিট বিক্রি শুরু করা হয়। আমরা সুফল পেয়েছি। যাত্রীরা খুশি হয়েছে। পর্যায় ক্রমে সকল আন্ত:নগর ট্রেনের টিকিট এনআইডি কার্ড দিয়ে টিকিট বিক্রি শুরু করা হবে। আগামী ঈদের সময় সব ট্রেনের আগাম টিকিট নিতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে।
মন্ত্রী আরও বলেন, আমরা একটি অ্যাপ চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে সব সেবা পাওয়া যাবে। কোন ট্রেনে কত টিকিট রয়েছে, সেটাও জানা যাবে। অ্যাপটি আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। এতে খাবার সংগ্রহের বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কি না, তাও দেখা হোক।
সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
Leave a Reply