লোকালয় ডেস্কঃ ঢাকার গল্পে নির্মিত হলিউডের সিনেমা ‘এক্সট্র্যাকশন’ মুক্তি পায় গেল ২৪ এপ্রিল। নেটফ্লিক্সে মুক্তির পর সর্বত্র সাড়া ফেলে দেয় সিনেমাটি।
৪ সপ্তাহে সিনেমাটির দর্শক প্রায় ৯০ মিলিয়ন ছুঁইছুঁই হয়েছিলো। নেটফ্লিক্সের ইতিহাসে এই ছবিটি মাইনফলকের হয়ে থাকারই যেন অবস্থা। আর সিনেমাটির এমন অবস্থা দেখে এর দ্বিতীয় কিস্তি নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটির প্রযোজক জো রুশো ও অ্যান্থনি রুশো।
আগের সিনেমার মতই ‘এক্সট্র্যাকশন-২’ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন স্যাম হারগ্রেভ, আর মুখ্য ভূমিকায় থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম স্ক্রিন র্যান্ট আপাতত এমনটাই জানিয়েছে।
তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নেটফ্লিক্সে ‘এক্সট্র্যাকশন-২’ মুক্তি পাচ্ছে ২০২৩ সালে আগেই, তবেই এবাবের গল্পে বাংলাদেশের রাজধানী ঢাকা থাকছে না। নতুন এক মিশন নিয়ে গল্প শুরু করতে যাচ্ছেন ক্রিস হেমসওয়ার্থ।
‘এক্সট্র্যাকশন’ সিনেমায় ক্রিস হেমসওয়ার্থ এছাড়া আরো অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদাসহ অনেকেই।
Leave a Reply