বিনোদন ডেস্ক : টলিউডের অভিনয়শিল্পী বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন কৌশানী। অভিষেক চলচ্চিত্রে বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধেন এই নায়িকা।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোমাকে চাই’ ও ‘জিও পাগলা’ সিনেমাতেও বনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কৌশানী। তাই পর্দায় দুজনকে অনেকবারই রোমান্স করতে দেখেছেন দর্শক। কিন্তু ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে রয়েছেন এই যুগল। তবে কৌশানীর জীবনে দুই নম্বর প্রেমিক বনি। আর বনির জীবনে ৪১ নম্বর প্রেমিকা কৌশানী।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কৌশানী মুখার্জি। এসময় তিনি বলেন, ‘আমি বনির ৪১ নম্বর প্রেমিকা। খুচরো খাচরা মিলিয়ে আগে নাকি ওর ৪০জন প্রেমিকা ছিল! তবে সংখ্যাটি চল্লিশের বেশি যায়নি এটা আমি নিশ্চিত।’
বনি আপনার কত নম্বর প্রেমিক তা জানতে চাইলে কৌশানী মুখার্জি বলেন, ‘বনি আমার দুই নম্বর প্রেমিক। আই অ্যাম ওয়ান ম্যান উইম্যান। দেখুন, সবাইকে তো চান্স দিইনি। তবে আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি। আমার মুড অফ হলে, ডিপ্রেশন হলে আমার চারপাশের লোকেরা আপসেট হয়ে পড়ে। আমার মনে হয় অন্যের জীবনে আমি রঙ আনতে পারি। সেই পয়েন্ট অব ভিউ থেকে বলতে পারি-আমি অ্যাটেনশন ভালোবাসি। ছোট থেকে বহু ছেলে অ্যাটেনশন দিয়েছে। প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু বয়ফ্রেন্ড কথাটা একজনের জন্যই ইউজ করব, যার সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত জীবনটা কাটাব বলে পরিকল্পনা করেছিলাম। আর এজন্য, বনি আমার দুই নম্বর প্রেমিক।’
বনির জীবনে এতজন নারী ছিলেন এতে আপনার কোনো সমস্যা নেই? এমন প্রশ্নের জবাবে কৌশানী মুখার্জি বলেন, ‘‘যেদিন থেকে বনির জীবনে এসেছি, আমার মনে হয় না ও(বনি)অন্য কারো প্রতি আগ্রহী। দেখুন, কারো সঙ্গে ওর যদি কথা বলার ইচ্ছে থাকেও আমার সমস্যা নেই। আমি ওপেন মাইন্ডেড। কিন্তু আমাকে যেন সব কিছু বলে দেয়।’’
কৌশানী আরো বলেন, ‘বনির কিছু খবর আমার কানে এসেছে। কিন্তু সেটা খবর-ই রয়ে গেছে। আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা খুব স্ট্রং। আমার মতো গার্লফ্রেন্ড কারো জীবনে থাকলে তার আর অন্য কারো কাছে যাওয়ার দরকার পড়ে না। কারণ ওর আর আমার লাইফে যা যা মিসিং ছিল, সেগুলো ব্যালেন্স হয়েছে বলেই আমরা একসঙ্গে রয়েছি।’
কাজের দিক থেকে আবারো কৌশানী-বনি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘গার্লফ্রেন্ড’ সিনেমায়। দুর্গা পূজায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এছাড়া দেবের ‘হইচই আনলিমিটেড’ সিনেমাতেও অভিনয় করেছেন কৌশানী। এ সিনেমাটিও পূজায় মুক্তি পাবে।
Leave a Reply