লোকালয় ডেস্ক: ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন,বিএনপিকে আওয়ামী লীগ নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী উন্মুক্তভাবে নির্বাচনি প্রচারণা করছেন। অথচ আমাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এ অবস্থায় আমি ও আমার স্ত্রী দুজনই নিরাপত্তাহীনতায় আছি।’
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শাহজাহানপুরে অবস্থিত নিজ বাসায় এক সংবাদ সম্মলেন তিনি এ অভিযোগ করেন করেন।
এই সময় মির্জা আব্বাস বলেন, ‘আমার বাড়ির চারদিকেই প্রায় সামনের গেটে পিছনের গেটে আমার এখানে যে কয়টা গেট আছে প্রত্যেকটা গেটে সাদা পোশাক পরিহিত লোকজন। আমি এখন সত্যিকার অর্থে নেতাকর্মীদের নিয়ে, পরিবারকে নিয়ে একটা ভীতিকর অবস্থায় আছি।’
নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ করে তিনি বলেন,‘নির্বাচন কমিশন একতরফা দৃষ্টি নিয়ে আছেন। আমরা কিছু করলে আচরণবিধি ভঙ্গ আর আওয়ামী লীগ করলে কিছু হয় না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।
Leave a Reply