নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি জোয়ার ভাটার মতো। এ জোয়ার ভাটা দেখে উল্লাসিত হবেন না। রাজনীতি প্রতিহিংসা ও প্রতিশোধের নয়।
নির্বাচনে জয়ের পর দিন সোমবার নিজের জেলা নোয়াখালীতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে এ বিজয় উদযাপন করার জন্য। আমাদের পরবর্তী কার্যক্রম হল সব মানুষের সঙ্গে ভালো আচরণ করা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের বিজয় হয়েছে। কোন বিজয় উৎসব ও আনন্দ মিছিল না করার জন্য প্রধানমন্ত্রী নিষেধ করেছেন। এ বিজয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন ও অর্জন বয়ে আনবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভুল সংশোধন করার সৎ সাহস শেখ হাসিনার আছে। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নবতর পথযাত্রার সূচনা করব।
তিনি বলেন, ভুল মানুষই করে, সব ভুল সংশোধন করে আমারা নতুন করে যাত্রা শুরু করব। উন্নয়ন ও ভালো আচরণ নিয়ে আমরা একটি ঐতিহ্যবাহী দল হিসেবে এগিয়ে যাব।
কাদের বলেন, নতুন বছরে আমরা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব। রাতারাতি কোনো সমস্যার সমাধান করা সম্ভব হবে না।
Leave a Reply