লোকালয় ডেস্কঃ শারদীয় উৎসবের যে আনন্দ সে আনন্দ সারা বছর জুড়ে থাকুক। আমরা যেন আমাদের পাপ ও নোংরামি আমাদের অন্তর হতে চির জীবনের জন্য বিসর্জন দিয়ে নিজেদের পরিশুদ্ধ করতে পারি।- দিয়ানত রাম সাহার বাড়ী পূজা মন্ডপ প্রাঙ্গনে অবস্থিত মে বক্তব্য রাখতে গিয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ এসব কথা বলেন। তিনি বলেন ১৫ বছর যাবত আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আমি আমৃত্যু আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। সব ব্যাপারে আমি আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। মেয়র বলেন ‘আমি যেন সকল ধর্মের মানুষকে নিয়ে চলতে পারি, সেজন্য মহান আল্লাহ যেন আমাকে তওফিক দান করেন। আমি যেন আমৃত্যু মানুষের দোয়া ও আশীর্বাদের মাঝে থাকতে পারি।’ মেয়র শারদীয় দুর্গাপূজার মহানবমীতে দিয়ানতরাম সাহার বাড়ী, ডাকঘর এলাকা, চৌধুরীবাজার ও গোপীনাথপুরসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, পূজা কমিটির নেতৃবৃন্দ, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply