খেলাধুলা ডেস্কঃ সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেরদান শাকিরি। কিন্তু কাল হয়ে দাঁড়ায় সতীর্থ গ্রানিত জাকার সঙ্গে তার গোল উদযাপন। রাজনৈতিক ইঙ্গিতবহ উদযাপনের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই দুই তারকা ফুটবলার। এ ছাড়া জরিমানা হিসেবে দিতে হচ্ছে তিন হাজার ৮০০ ইউরো করে।
জাকা-শাকিরি সুইজারল্যান্ডের কসোভার আলবেনিয়া জনগোষ্ঠীর। পরবর্তী সময়ে যদিও অভিবাসী হয়ে সুইজারল্যান্ডে চলে যান তারা।
১৯৯৯ সাল পর্যন্ত আলবেনীয়দের ওপর নির্মম অত্যাচার চালায় সার্বিয়া। সার্বিয়ার সেনাবাহিনীর গণহত্যা শেষ হয় ন্যাটোর সামরিক মধ্যস্ততার মাধ্যমে। নির্যাতনের প্রতিবাদ হিসেবে আলবেনিয়ার পতাকায় থাকা ‘ডাবল ঈগল’-এর মতো করে উদযাপন করেন জাকা-শাকিরি।
দুই ফুটবলারের উদযাপন কারোর চোখই এড়ায়নি। এমন উদযাপন ফিফাও ভালোভাবে নেয়নি। ফিফার ডিসিপ্লিনারি কমিটির তদন্তের পর তাদের দুই ম্যাচ নিষিদ্ধ ও আর্থিক জরিমানা করা হয়েছে।
ফিফা স্বীকৃত কোনো ম্যাচে কেউ জাতিগত বিদ্বেষ ছড়ানোর কাজ করলে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা করার বিধান রয়েছে।
Leave a Reply