লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে জেলা যুবলীগের এক কর্মী সভায় এই নিন্দা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম হবিগঞ্জে আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ। যুবলীগকে হবিগঞ্জের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সংঘটিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন তিনি। তারা বলেন, মিথ্যা একটি মামলায় যুবলীগের এই নেতাকে সাজা প্রদান করা হয়েছে, এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে তারা আতাউর রহমান সেলিমের মুক্তির দাবি জানান এবং নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা যুবলীগের সহ- সভাপতি সজল রায়, গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, এডভোকেট আনিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply