আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে নিষিদ্ধ চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে নয়টায় পৌরসভার ভাটী সমিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দশ লিটার চোলাই মদ উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি হোন্ডা ড্রিম নিউ ১১০ সিসির মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পৌরসভার কৃষ্ণ নগর গ্রামের বাসিন্দা আব্দুল আওযাল মিয়ার পুত্র রুহেল মিয়া (১৯) এবং উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা সুকুমার চন্দ্র শীলের পুত্র অনু চন্দ্র শীল (৩০)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে স¤প্রতিকালে বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। এরই প্রেক্ষিতে বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টায় আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়ের নেতৃত্ব পুলিশের একটি দল পৌরসভার ভাটী সমিপুরের আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়ক থেকে রুহেল মিয়া ও অনুশীলকে আটক করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply