স্পোর্টস্ আপডেট ডেস্ক : আইপিএলে দিল্লি ক্যাপিট্যালের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল। সেই চোটটাই কাল হয়ে দাঁড়াল। কাঁধের চোটের জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রাসেলকে। জানিয়েছেন কলকাতার কোচ জ্যাক ক্যালিস।
তিন সপ্তাহ বাদে পরীক্ষা করে দেখা হবে, রাসেল সম্পূর্ণ সুস্থ কি না! তার পরই তিনি মাঠে ফিরতে পারবেন। রাসেলের বদলে দলে আসতে পারেন কার্লোস ব্রেথওয়েট।
সুনীল নারাইন চোটের জন্য বাইরে। তিনি অবশ্য বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন। তবে ক্যারিবিয়ান তারকা রাসেলের ছিটকে যাওয়া ভাবাচ্ছে কলকাতার থিঙ্ক ট্যাংঙ্ককে।
প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ১৯ বলে ৪৯। তার পর পাঞ্জাবের বিরুদ্ধে ১৭ বলে ৪৮। তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২৮ বলে ৬২। বল হাতেও পেয়েছেন পাঁচটি উইকেট। কলকাতার অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন রাসেল। তাই তাঁর ছিটকে যাওয়ায় হতাশ কলকাতা শিবির।
Leave a Reply