লোকালয় ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আইনজীবী সমিতিগুলো খুবই শক্তিশালী। কিন্তু অনেক সময় দেখা যায় আইনজীবীদের ঐক্যের কারণে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। ঐক্য ভাল কিন্তু এই ঐক্য যেন অত্যাচার না হয়।’
তিন দিনের কিশোরগঞ্জ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার আইনজীবীদের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয় রাষ্ট্রপতিকে। দুপুরে জেলা জজকোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন আইনজীবীদের বিরুদ্ধে কেউ মামলা করলে এখানে নাকি উকিল পাওয় না।
এ প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, ‘এটা পেশাদারিত্ব না। সবারই ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। এগুলো বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণা জন্ম দেয়, বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।’
কিশোরগঞ্জে মামলার খরচ অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে একজন বিচারপ্রার্থীর ওকালতনামা কিনতে গেলে নাকি ৩৭০ টাকা খরচ হয়, মুহুরিরা আরও কিছু খরচ রাখে। সব মিলিয়ে প্রায় ৫০০ টাকার মত খরচ হয়ে যায়। আমাদের দেশে যারা মামলা পরিচালনার জন্য আসে সবাই বিত্তশালী নয়,অনেক গরীব মানুষও বিচারপ্রার্থী হয়। তাদের জন্য এটা অনেক টাকা। সুতরাং দেশের মানুষ যেন কম খরচে সহজে বিচার পেতে পারে সে বিষয়ে আইনজীবীদের লক্ষ্য রাখা উচিত। ওকালতনামার ফি কমানো উচিৎ।’
Leave a Reply