আন্তর্জাতিক ডেস্ক- নির্বাচনীয় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বিলাসবহুল সরকারি বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (২১ ডিসেম্বর) তিনি ওই ভবনে আনুষ্ঠানিকভাবে ‘ইসলামাবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়’ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর বাসভবনটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হবে এবং পরে ইন্সটিটিউট, ফ্যাকাল্টি ও বিভাগের জন্য আলাদা ভবন নির্মাণ করা হবে।
বিশ্ববিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্য দেয়ার সময় ইমরান খান বলেন, শিক্ষা ও মানব উন্নয়নকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বাসভবনকে বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে।
তিনি বলেন, জনগণ ও সরকারের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। পিটিআই সরকারের আমলে সর্বোপরি শিক্ষা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
Leave a Reply