পুলিশ কর্মকর্তারা বলছেন, হাশেমের ‘অনৈতিক প্রস্তাব এবং ব্ল্যাকমেইল’ থেকে বাঁচতে চাচি শ্বাশুড়ি জিফু বেগম (৩৮) তিক্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
শনিবার রাতে গ্রেপ্তারের পর জিফু বেগমকে রোববার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এনে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য জানানো হয়।
গত শুক্রবার সকালে রাঙ্গুনিয়া পৌর সদরের ইছামতি এলাকায় নিজ ঘর থেকে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল হাশেম বাচার (৫২) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতে হাশেমের স্ত্রী ও সন্তান কেউই বাড়িতে ছিলেন না।
তখন পুলিশ বলেছিল, ঘরের গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাসের আগুনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা সাংবাদিকদের বলেন, “তিন বছর আগে জিফুর সাথে আবুল হাশেমের প্রেমের সম্পর্ক তৈরি হয়। জিফু বেগমকে বিভিন্ন সময়ে এনজিও থেকে ঋণ নিয়েও দেন বাচা। বিভিন্ন সময়ে ওই মহিলাকে হাশেম বেড়াতে নিয়ে যেত এবং শারীরিক সম্পর্কের প্রস্তাব দিত।
“এতে রাজি না হওয়ায় হাশেম জিফু বেগম ও তার গোপন ছবি প্রকাশ করে নানাভাবে হয়রানি এবং তার স্বামী সন্তানের ক্ষতি করবে মর্মে হুমকি দিলে সে চিন্তিত হয়ে পড়ে।”
এ ঘটনার পর থেকে জিফু বেগম হাশেমকে ‘উপযুক্ত’ শাস্তি দেওয়ার চিন্তা করতে থাকে বলে পুলিশ জানায়।
আবুল হাশেম বাচা
পুলিশ কর্মকর্তারা বলেন, এ চিন্তা থেকে গত বৃহস্পতিবার বিকালে (৩ মে) রাঙ্গুনিয়ার রোয়াজার হাটে জামাল নামে এক দোকানদারের মোবাইল থেকে ফোন করে হাশেমের সঙ্গে যোগাযোগ করে। হাশেম তার ঘরে জিফুকে যেতে বলেন। জিফু তার সাথে ১০টি ঘুমের ট্যাবলেট এবং একটি জুস নিয়ে যান। কৌশলে জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে হাশেমকে খাইয়ে দেন তিনি।
পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, “ভোর রাতে হাশেমের শরীরের ওপর কাপড় দিয়ে ঢেকে রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে এসে আগুন দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে জিফু। হাশেমের ঘর থেকে আনা চারটি মোবাইল ফোন পোমরা খাঁ মসজিদের পুকুরে ফেলে দেন তিনি।”
এরপর ওই মসজিদের মহিলা নামাজখানায় জিফু জুমার নামাজ পড়ে তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার বলেন, “শারীরিক নাজেহালের মাত্রা বেড়ে যাওয়ায় দীর্ঘদিনের ক্ষোভ থেকে জিফু এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশকে বলেছে। অন্য কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটেনি।”
যুবলীগ নেতার ঘর বাইরে থেকে বন্ধ করা এবং মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জিফু বেগমকে গ্রেপ্তার করে বলে পুলিশ সুপার জানান।
গ্রেপ্তার জিফু বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply