স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সোহাগ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জাকির হোসাইন চৌধুরী জামিন লাভ করেছেন। গতকাল ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। প্রায় ১৭ মাস কারাগারে থাকার পর মুক্তি পেলেন জাকির হোসাইন চৌধুরী।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ এপ্রিল সোহাগ হত্যার ঘটনায় হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বাদি হয়ে জাকির হোসাইন চৌধুরীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের একদিনের মাথায় ৭ এপ্রিল মধ্যরাতে সদর থানার ওসি মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাকির হোসাইন চৌধুরীকে তার বাসা থেকে গ্রেফতার করে। জানা যায়, ওই বছরের ৫ এপ্রিল বিএনপি দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের মিথ্যা মামলা ও পুলিশী হয়রানির প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা আওয়ামী সরকারের দুর্নীতিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। এক পর্যায়ে সমাবেশ শেষ হতে না হতেই আওয়ামী লীগের একদল সন্ত্রাসী বাহিনী রামদা, রড, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে আগত লোকজনের ওপর হামলা চালায়। উক্ত হামলায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সমাবেশে আগত অনেক লোক আহত হন। হামলায় সোহাগ নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়।
Leave a Reply