লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার এলাকায় নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান সন্ধান পাওয়া গেছে। ২শ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার জব্দ । ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও নকল কারখানাটি সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে পূর্ব মাধবপুর গ্রামের আরব আলী বাড়ীতে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান।
অভিযানে আরব আলী(৪৫)কে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ, র্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বিমান চন্দ্র কর্মকার, স্যানিটারী ইন্সপেক্টর, মাধবপুর পৌর কাউন্সিলর রফু মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান জানান নকল পন্য তৈরীর খবরে আরব আলী মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারখানাটি সিলগালা করে উদ্ধার করা ২শ বস্তা ডিটারজেন্ট পাউডার পৌর কাউন্সিলর রফু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।
Leave a Reply