বিনোদন ডেস্ক : বলিউড কিংখ্যাত তারকা শাহরুখ খান অভিনীত পরবর্তী সিনেমা জিরো। শুরু থেকেই আলোচনায় বহুল প্রতীক্ষিত সিনেমাটি। আগামীকাল শাহরুখের জন্মদিন। এ উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটির ট্রেইলার।
তবে এরই মধ্যে জিরো সিনেমার ট্রেইলার দেখেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে জিরো সিনেমার প্রশংসায় পঞ্চমুখ তিনি। এ অভিনেতা লিখেছেন, ‘এইমাত্র জিরো সিনেমার ট্রেইলার দেখলাম। এক কথায় অসাধারণ। অভিনন্দন আনন্দ এল রাই। ক্যাটরিনা ফ্যান্টাস্টিক! আনুশকা শর্মা অবিশ্বাস্য! শাহরুখ তুমি নিজেকে ছাড়িয়ে গিয়েছ! সিনেমাটি দেখার জন্য তর সইছে না! ভালোবাসা।’
এদিকে গতকাল প্রকাশিত হয়েছে জিরো সিনেমার পোস্টার। এর একটিতে শাহরুখের পাশাপাশি আনুশকা শর্মাকেও খর্বাকৃতি দেখা গেছে। টুইটারে পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘সারা দুনিয়ায় আমার বরাবর তো একজনই।’ একই পোস্টার পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘দেখুন তো! এখন পর্যন্ত সে হ্যাঁ-না কিছুই বলেনি, তবুও কত খুশি লাগছে, এরকম জুটি খারাপ না।’
এছাড়া ক্যাটরিনার সঙ্গেও তার একটি পোস্টার প্রকাশ করেছেন শাহরুখ। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তারা নিয়ে যারা স্বপ্ন দেখছ, আমি তো চাঁদকে কাছ থেকে দেখেছি।’ একই পোস্টার পোস্ট করে ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আকাশ থেকে মাটিতে আসার এই সমস্যা, যখনই আসো কেউ না কেউ গলায় ঝুলে পড়ে।’
জিরো সিনেমাটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। জানা গেছে, সিনেমাটিতে একজন মদ্যপ নারীর ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে আনুশকা শর্মা একজন উঠতি বিজ্ঞানী। চলতি বছর ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
Leave a Reply