আগামীকাল মঙ্গলবার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে টিকা আসবে। কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় এই টিকা আসবে বলে ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে। ভারত ওইদিন থেকে চারটি দেশে টিকা সরবরাহ শুরু করবে। এই চারটি দেশ হলো- বাংলাদেশ, নেপাল, তাজিকিস্তান ও মোজাম্বিক। এর মধ্যে বাংলাদেশ টিকা পাবে মঙ্গলবার, আর নেপাল পাবে বুধবার। ভারত সরকার সম্প্রতি টিকা রফতানির অনুমতি দিয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ ও নেপাল ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড টিকা পাবে। প্রসঙ্গত, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে এখন প্রায় ২৬ কোটি ডোজ টিকা আছে
Leave a Reply