লোকালয় ডেস্কঃ আওয়ামী লীগ সরকার দেশে এমন কোনো পরিবেশ সৃষ্টি করেনি, যাতে নির্বাচনে অন্যদের অংশগ্রহণ হুমকিতে পড়ে। বরং বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে পরিবেশ সৃষ্টি করেছে, সেটা সারাদেশে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র।
শুক্রবার (১৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন রোড এলাকায় নির্বাচনী গণসংযোগকালে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন প্রমুখ।
Leave a Reply