বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৩০) মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ঢাকা-সিলেট রেলপথে এ দুঘর্টনাটি ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান- তিনি ঘটনাটি শুনেছেন,তবে ঘটনাস্থল রশিদপুর হওয়ায় ট্রেনে কাটা যুবকের লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় উদ্ধার করেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আলমগীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা যুবকের পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply