নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের শাহজালাল পুর গ্রামের একটি নদীতে ডুবে সুজন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা নদীতে জাল ফেলে তাকে উদ্ধার করে ।
জানাযায়, সোমবার সকাল বিকাল ৫টার সময় মুরাদপুর গ্রামেরে শাহজালাল পুর নদীতে সুজন গোসল করতে নামে । একপর্যায়ে সাথের লোকজন আশপাশে কোথাও সুজনকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে লাগেন । পরে নদীতে জাল ফেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর রাতে স্থানীয় লোকজন উদ্ধার হওয়া সুজনের দেহ হবিগঞ্জ সদর আধুনি হাসপাতালে য়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত সুজন মৌলভীবাজারের কুলাউরা উপজেলার চাতলাপুর গ্রামের দূর্গাচরণ দাশের পুত্র।
Leave a Reply