মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ও পাড়িয়া ইউনিয়নে লকডাউনে ক্ষতিগ্রস্ত ১১৫ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেট চাল, ডাল, লবণ, আলু, তেল বিতরণ করা হয়।
১৩ জুলাই মঙ্গলবার বিকেলে এ-সব উপহার
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় করোনা কালীল কঠোর বিধিনিষেধের সময়ে খাবার পেয়ে অনেক গরীব ও অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায় তারা বলেন, আমাদের অনেকের ঘরে খাবার ছিল না করোনা ভাইরাসে সরকারের দেওয়া লকডাউনের কারণে আমরা ঘর থেকে বের হতে পারছি না এসময় সরকারের দেওয়া খাবার পেয়ে আমরা অনেক খুশি।
Leave a Reply