চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে মাস ব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেরা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাহিমার সভাপতিত্বে ও কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকারের সঞ্চালনায় ইঁদুর নিধন অভিযান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, তাজুল ইসলাম, মো; শফিকুল ইসলাম, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া প্রমুখ।
Leave a Reply