চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণকিরপাড় গ্রাম থেকে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ১২০ বস্তা দেশীয় চা-পাতা আটক করেছে র্যাব-৯। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) ভোররাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ইউসুফ আলী ও আবুল হোসেন। তারা লাইসেন্সধারী ব্যবসায়ী।
এলাকাবাসী জানায়, উপজেলার গণকিরপাড় গ্রামের ইউসুফ আলী ও আবুল হোসেন দীর্ঘদিন ধরে দেশিয় চা-পাতার ব্যবসা করছেন। তাদেরকে র্যাব ধরে নেয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আবুল হোসেনের মালিকাধীন কাঞ্চন টি হাউজ, যার লাইসেন্স নং-২০১৯১১২ এবং ইউসুফ মিয়ার মালিকাধীন পপি টি হাউজ, যার লাইসেন্স নং-৪২৪১।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন, শুনেছি ভোররাতে র্যাবের গাড়ি এসেছে, তবে এব্যাপারে থানায় কোন তথ্য দেয়নি র্যাব।
শ্রীমঙ্গল র্যাব কার্যালয়ে যোগাযোগ করা হলে চা-পাতাসহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও ১২০ বস্তা কি না সঠিক করে বলতে পারেননি র্যাব কর্মকর্তা, তবে কত বস্তা এখনো গুনা হয়নি।
Leave a Reply