সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
করোনার ভ্যাকসিন ৩ নভেম্বরের আগেই আনা সম্ভব: ট্রাম্প

করোনার ভ্যাকসিন ৩ নভেম্বরের আগেই আনা সম্ভব: ট্রাম্প

lokaloy24.com

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের দাপটে এখনও প্রায় পুরো বিশ্ব স্থবির। উৎপাদন ব্যাহত।
প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। এরপরও এখন পর্যন্ত করোনা ভাইরাস ভ্যাকসিন বাজারে আনা সম্ভব হয়নি। অবশ্য বিজ্ঞানীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সে দ্বারপ্রান্তে ইতোমধ্যে নিয়ে এসেছেন। বলছেন, সব ধরনের পরীক্ষা শেষে শিগগিরই আসছে ভ্যাকসিন।

ঠিক এই সময়ে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একরকম একটা সময় নির্ধারণ করে দিলেন। বললেন, আগামী ৩ নভেম্বরের আগেই এই ভ্যাকসিন বাজারে আনা সম্ভব। আসতে পারে। বৃহস্পতিবার জিরাল্ডো রিভেরা রেডিও অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সম্ভবত ৩ নভেম্বর নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস ভ্যাকসিন থাকবে। হোয়াইট হাউসের নিজস্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেকোনো পরামর্শ দিচ্ছেন সময়মতো। এ প্রেক্ষপটে তারা এ সময় সম্পর্কে আরও আশাবাদী পূর্বাভাস দিয়েছেন।

করোনা ভাইরাসের ভ্যাকসিন কখন পাওয়া যেতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন, বছর শেষ হওয়ার আগেই, অনেক আগেই হতে পারে। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই?

জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি কিছু ক্ষেত্রে তার আগেই সম্ভব। তবে সময়টা এর ঠিক কাছাকাছি।

এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো কার্যকরী ভ্যাকসিন বাজারে না এলেও এ নিয়ে পুরোধমে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। ট্রায়ালের পর ট্রায়াল চলছে। বিভিন্ন দেশের প্রায় ১০০টি ভ্যাকসিনের ধাপে ধাপে ট্রায়াল চলছে। এরমধ্যে সংশ্লিষ্ট সবাই আশাবাদী ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত ভ্যাকসিনে। একই পথে হাঁটছে চীনের ভ্যাকসিনও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com