বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার’। হৃতিক রোশান ও টাইগার শ্রফ অভিনীত সিনেমাটি গত বুধবার গান্ধীজয়ন্তী উপলক্ষে ভারতের প্রায় ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে।
চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘কবীর সিং’ সিনেমাটি সর্বমোট ৩৭২.৩০ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে ‘ওয়ার’ সিনেমাটি ৪ দিনে আয় করেছে ১২৮.৮৫ কোটি রুপি। এদিকে ট্রেড বিশ্লেষকরা মনে করছেন, এক সপ্তাহের মধ্যে ‘ওয়ার’ সিনেমাটি ২০০ কোটির ক্লাবে পা রাখবে। যা এ বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হতে যাচ্ছে। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
ট্রেড এক্সপার্ট অমোদ মেহরা বলেন, ‘আগামীকাল মঙ্গলবার দশহরা, এ জন্য সিনেমাটি সুবিধা পাবে। সিনেমাটির টিকিট মূল্য বেশি ছিল। কিন্তু সেটা কমিয়েছে কিনা তা জানতে হবে। তা ছাড়া সিনেমাটির আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটি অনেক আয় করবে।’
গিরিশ ওয়ানখেদ অমোদের কথায় সহমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘দুইজন সুপারস্টার অভিনীত সিনেমা দেখছেন দর্শক। এটি অবশ্যই ২০০ কোটি রুপির বেশি আয় করবে।’
‘ওয়ার’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন হৃতিক-টাইগার। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ।
Leave a Reply