সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, আটক ৬

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, আটক ৬

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, আটক ৬
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, আটক ৬

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।

বধুবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামে এঘটনটি ঘটে। আটককৃতরা হল- মুহিত মিয়া, হাফিজ উদ্দিন, এরশাদ মিয়া, নুর মিয়া, পারভেজ ও মহসিন মিয়া।

আহতদের মধ্যে মনছুর আলী (৩২), কুতুব মিয়া (৩১), হাছান মিয়া (২৫), সেকুল মিয়া (৩৫), গুলনেহার (৪৫), জহিরুল ইসলাম (৩০), আজিনুর (১৮), জিতু মিয়া (৬৫), নজরুল (৫২), মফিজুল আলম (২২), শরিফ মিয়া (২৫), মঈন মিয়া (৩০), অনিক মিয়া (২৫), হৃদয় (২০), তারেক শেখ (১৭), মাসেদ মিয়া (৩০), টিটু (২২), নয়ন মনি খা (৩০), হাফিজ (৪০), ইলিয়াছ (৫৫), মনির চৌধুরী (২৮), গোলাম রাব্বানী (৪৮), তকছির হোসেন (২০), আলমঙ্গীর (২৫), উসমান আলী (৬৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরিজপুর গ্রামের সামছু মিয়ার পুত্র নাসির ও বিল্লাল মিয়ার পুত্র ক্যাপ্টেনের মাঝে মঙ্গলবার ‘তুই’ (তুমি) শব্দ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার (আজ) দুই পক্ষের লোকজন লাঠিসুটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাখানেক সংঘর্ষে উল্লেখিত সংখ্যাক লোক আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রামের নেতৃস্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। এঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com