বেনাপোল থেকে এম ওসমান : যশোরের বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক এসআই শরীফ হাবিবুর রহমান হাবিব আবারো জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। ডিসেম্বর-২০১৮ মাসের থানা ক্যাটাগরীতে জেলার ৯টি থানা/ ৩০টি ক্যাম্প ফাঁড়ি/ তদন্তকেন্দ্রের মধ্যে তিনি এই গৌরব অর্জন করেন। বুধবার পুলিশ সুপারের কার্যলায়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠনে পুলিশ সুপার মইনুল হক পিপিএম তার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এ সময় জেলার ৯টি থানার ওসিসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি ৩ বার খুলনা রেঞ্জের শ্রেষ্ট অফিসার ও ১৪ বার জেলা পর্যায়ে শ্রেষ্ট পুলিশ অফিসার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
এস আই শরীফ হাবিবুর রহমান হাবীব নড়াইল জেলার কালিয়া উপজেলার বাঁকা গ্রামের মৃত বেদন শরীফ ও মৃত অলেকা বেগমের ছেলে।
Leave a Reply