অনলাইন ডেস্ক: বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়ীয়া এলাকায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. ইউনুস আলী হাওলাদার (৭৫)।
আজ শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এ ঘটনায় বৃদ্ধের ছেলে লাল মিঞা হাওলাদারকে (৫০) ধরে পুলিশে সোপর্দ করেছে।
মোড়েরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস জানান, এদিন সকাল সাড়ে ৭টার দিকে বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে লাল মিঞা ধারালো অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে হত্যা করেন।
এ সময়ে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ওই বাড়িতে এলে ইউনুসের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। একপর্যায়ে লাল মিঞা পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে।
নিহত ইউনুস আলী হাওলাদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা নিয়ে তদন্ত শুরু করেছে বলে ওসি জানান।
Leave a Reply