নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়া সদরের কুকরুল গ্রামের বাসিন্দা মো. আরিফুল ইসলাম (৩২), নন্দীগ্রাম উপজেলার নিনগ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান (৫২) এবং শাজাহানপুর উপজেলার খাদাশ গ্রামের আনোয়ার হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে বীরগ্রাম এলাকায় যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৩ জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
Leave a Reply