সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নড়াইলে মাশরাফিসহ ২৪ জনের মনোনয়নপত্র দাখিল

নড়াইলে মাশরাফিসহ ২৪ জনের মনোনয়নপত্র দাখিল

নড়াইলে মাশরাফিসহ ২৪ জনের মনোনয়নপত্র দাখিল
নড়াইলে মাশরাফিসহ ২৪ জনের মনোনয়নপত্র দাখিল

কাজী আতিকুর রহমান, নড়াইলঃ নড়াইল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। বুধবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ নেতৃবৃন্দ।
এদিকে এ আসনে বিএনপির তিনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-সাবেক এমপি মরহুম শরীফ খসরুজ্জামানের ছেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী, নড়াইল-২ আসনে বিএনপি জোটের সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম ও ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান। এছাড়া বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান, সাবেক এমপি মুফতি শহীদুল ইসলামের ছেলে স্বতন্ত্রপ্রার্থী তালহা ইসলাম, মনির হুসাইন ও শেখ জামাল উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বুধবার দুপুরে কালিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল হুদার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মহাজোটের অপরপ্রার্থী জাসদের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়াও মনোনয়নপত্র জমা দেন। দলীয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে মুক্তি ও আম্বিয়া দু’জনই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ আসনে দুই নেতাকে মনোনয়নের চিঠি দেয়ায় তাদের সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবের পাশাপাশি নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখন সবাই কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন, নড়াইল-১ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি?
অপরদিকে, এ আসনে (নড়াইল-১) জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত কর্নেল এস কে এম সাজ্জাদ হোসেন ও মাউলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবদল নেতা এসএম সাজ্জাদ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া জেলা জাপার (এরশাদ) সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন, এনপিপির (ছালু) জেলা সাধারণ সম্পাদক মুনসুরুল হক, স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত লে. কমান্ডার ওমর আলী, প্রকৌশলী শেখ মিজানুর রহমান ও শিকদার শাহাদৎ হোসেন দুলু মনোনয়নপত্র জমা দেন।
জেলা বিএনপির দফতর সম্পাদক টিপু সুলতান জানান, নড়াইলের দু’টি আসনে বিএনপির তিনজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর দলীয় ভাবে একজন করে প্রার্থী চূড়ান্ত হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com